১। APP এ লগইন: যথারীতি স্টুডেন্টস আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন। ২। ১.৫% চার্জ দিয়ে বেতন দিতে Pay with Bkash সিলেক্ট করুন। ৩। টাকার পরিমান নিশ্চিত হয়ে বিকাশের লোগো সম্বলিত পেমেন্ট (Payment) বাটনটি ক্লিক করুন। ৪। যে বিকাশ নম্বর থেকে বেতন প্রদান করতে চান সেই নম্বরটি লিখে কনফার্ম (Confirm) বাটনটি ক্লিক করুন। ৫। পূর্বে ধাপে প্রদানকৃত বিকাশ নম্বরে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি লিখে কনফার্ম বাটনটি ক্লিক করুন। ৬। বিকাশ একাউন্টের পিন নম্বরটি লিখে কনফার্ম বাটনটি ক্লিক করে পেমেন্ট প্রক্রিয়াটি শেষ করুন।