জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উদযাপনের তারিখ ১৫-০৮-২০২০ শনিবার অনুষ্ঠানসূচি ১। ১৫ আগস্ট ২০২০ তারিখ শনিবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ২। প্রত্যেক শাখার উপাধ্যক্ষগণ নিজ শাখার শিক্ষকদের সাথে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে বিকেল ৪:৩০ থেকে ৫:০০ টা পর্যন্ত দোয়া মাহফিল আয়োজন করবেন। ৩। ভার্চুয়াল প্ল্যাটফর্ম এর মাধ্যমে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার ভিডিও চিত্র প্রদর্শন। ৪। প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাতীয় শোক দিবসের ব্যানার প্রদর্শন। কবিতা আবৃত্তিতে প্রথম স্থান প্রাপ্ত দের নাম: বাংলা মাধ্যম বালিকা (কবিতা আবৃত্তি) ক - গ্রুপ: চতুর্থ ও পঞ্চম শ্রেণি বালিকা শাখা ১ম স্থান - রাফিকা হিমাদ্রি। ৫ম - প্লেটো শাখা খ - গ্রুপ: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি প্রথম স্থান - অনুসূয়া দাস অষ্টম শ্রেণি - ধ্রুবতারা গ - গ্রুপ: নবম থেকে দ্বাদশ শ্রেণি প্রথম স্থান - ফাহমিদা হোসেন চারু দশম শ্রেণি- নিউটন বাংলা মাধ্যম বালক (কবিতা আবৃত্তি) খ - গ্রুপ: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি প্রথম - নাফিস রাইয়ান মৃধা শ্রেষ্ঠ (৮ম, ওমর খৈয়াম ) গ - গ্রুপ: নবম থেকে দ্বাদশ শ্রেণি প্রথম - খন্দকার আফিফ(১২শ) ইংরেজি ভার্সন বালিকা (কবিতা আবৃত্তি) ক - গ্রুপ: চতুর্থ ও পঞ্চম শ্রেণি রাইসা জাহান ইভা (শ্রেণি-চতুর্থ;শাখা-সি) খ - গ্রুপ: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি আফসারা রহমান। ‌ গ - গ্রুপ: নবম থেকে দ্বাদশ শ্রেণি ফাবলিহা জোবায়দা আলম। ইংরেজি ভার্সন বালক (কবিতা আবৃত্তি) ক - গ্রুপ: চতুর্থ ও পঞ্চম শ্রেণি নামঃ আরশ আদিয়ান শ্রেণিঃ ৫ম, শাখাঃ রবীন্দ্র, ইংলিশ ভার্সন, বালক শাখা। খ - গ্রুপ: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি নামঃ সৈয়দ ফাইয়াদ রহমান শ্রেণিঃ ৭ম, শাখাঃ আল -জাবের গ - গ্রুপ: নবম থেকে দ্বাদশ শ্রেণি নামঃ রাফসান রেজা শ্রেণিঃ ১০, শাখাঃইবনে তাবিথ, ইংলিশ ভার্সন, বালক শাখা। http://mpsc.edu.bd/page_menu/36